Wellcome to National Portal

মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসুচীর আওতায় ০৪ থেকে ০৬ মাসের গর্ভবতী মা প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পেীরসভার ডিজিটাল সেন্টারে আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে  যোগাযোগ করুন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মধুপুর,টাংগাইল,emai :madhupuruwao@gmail.com

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

১. তৃণমূল পর্যায়ের দুঃস্থ ও অসহায় নারীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা।

 ২. জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ আলোকে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা-2013 বাস্তবায়ন।

 3. বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

 4. সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ।

 5. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 6. আয়বর্ধকমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা।

 7. কিশোর-কিশোরীদের সঠিক পরিচর্যার মাধ্যমে দক্ষ জন সম্পদে পরিণত করা।

 8. দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে নারীর অভিযোজনের ক্ষেত্রে সহায়তা করা।