Wellcome to National Portal

মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসুচীর আওতায় ০৪ থেকে ০৬ মাসের গর্ভবতী মা প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পেীরসভার ডিজিটাল সেন্টারে আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে  যোগাযোগ করুন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মধুপুর,টাংগাইল,emai :madhupuruwao@gmail.com

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মধুপুর,টাংগাইল এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম




উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মধুপুর,টাংগাইল এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,,মধুপুর,টাংগাইল   এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারীদের সম্পৃক্তকরণ ও নারীর সার্বিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ, সুষম উন্নয়নের একটি অপরিহার্য পূর্ব শর্ত। এ উপলদ্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করা ও স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত, ক্ষতিগ্রস্থ নারী সমাজের পূনর্বাসনের জন্য ১৯৭২ সনের ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ পূনর্বাসন বোর্ড গঠন করেন। পরবর্তীতে ১৯৭৪ সনে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নারী পূনর্বাসন বোর্ডকে বাংলাদেশ নারী পূনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রুপান্তরিত করা হয়। যা বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকের মহিলা বিষয়ক অধিদপ্তরে রুপান্তরিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। উন্নয়নের এ প্রেক্ষাপটে সারা বাংলাদেশের নারী সমাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়'মধুপুর,টাংগাইল র তথ্যভিত্তিক ওয়েবসাইট, সংস্থাটির দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । সমাজের সর্বস্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ একটি বিশাল কর্মযজ্ঞ। সে জন্য এ কার্যালয়কে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর  ক্ষমতায়নের জন্য সার্বক্ষনিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করতে হয়। এ বিবেচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় সরকারের বিভিন্ন নারী উন্নয়ন মূলক কর্মকান্ড মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে তা অত্র কার্যালয়ের মাধ্যমে  মধুপুর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। দরিদ্র মহিলাদের সংগঠিত করে অর্থনৈতিক কর্মকান্ডে সংম্পৃক্ত করে স্বাবলম্বী করে গড়ে তোলা, দারিদ্র দূরীকরণে ক্ষুদ্রঋণ বিতরণ, দুঃস্থ মহিলাদের জন্য ভিডব্লিউবি কর্মসূচি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, নারীর আর্থ-সামাজিক নিরাপত্তা, দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদানের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, নারীর আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম করা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যতম দায়িত্ব যা  মধুপুর উপজেলায় এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, এর ওয়েব পোর্টালের মাধ্যমে অত্র কার্যালয় কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম ও সেবাসমূহ দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ওয়েব পোর্টাল সকলের জন্য উন্মুক্ত। ওয়েব পোর্টালে সন্নিবেশিত তথ্যসমূহ নারী উন্নয়নে সম্পৃক্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান অত্র কার্যালয়ের সাথে সম্পৃক্ত প্রান্তিক মহিলা জনগোষ্ঠী উপকৃত হবে।অত্র উপজেলায় সরকারের মহিলা ও শিশু বিষয়ক সকল উন্নয়ন কর্মকান্ডের প্রতিচ্ছবি এ ওয়েব পোর্টালের  মাধ্যমে প্রতিফলিত হয়।

সাইটটি ভিজিটের জন্য আপনাকে ধন্যবাদ।


কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন