অফিস প্রধানের শুভেচ্ছা বাণী
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মধুপুর,টাংগা্ইল তথ্যভিত্তিক ওয়েবসাইট, সংস্থাটির দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেনে আমি আনন্দিত। সমাজের সর্বস্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ একটি বিশাল কর্মযজ্ঞ। সে জন্য এ কার্যালয়কে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য সার্বক্ষনিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করতে হয়। এ বিবেচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় সরকারের বিভিন্ন নারী উন্নয়ন মূলক কর্মকান্ড মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।তা অত্র কার্যালয়ের মাধ্যমে মধুপুর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। দরিদ্র মহিলাদের সংগঠিত করে অর্থনৈতিক কর্মকান্ডে সংম্পৃক্ত করে স্বাবলম্বী করে গড়ে তোলা, দারিদ্র দূরীকরণে ক্ষুদ্রঋণ বিতরণ, দুঃস্থ মহিলাদের জন্য ভিজিডি কর্মসূচি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, নারীর আর্থ-সামাজিক নিরাপত্তা, দরিদ্র মায়ের জন্যমা ও শিশু সহায়তা কর্মসুচী যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, নারীর আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম করা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যতম দায়িত্ব যা মধুপুর উপজেলায় এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, এর ওয়েব পোর্টালের মাধ্যমে অত্র কার্যালয় কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম ও সেবাসমূহ দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ওয়েব পোর্টাল সকলের জন্য উন্মুক্ত। ওয়েব পোর্টালে সন্নিবেশিত তথ্যসমূহ নারী উন্নয়নে সম্পৃক্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান অত্র কার্যালয়ের সাথে সম্পৃক্ত প্রান্তিক মহিলা জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমার বিশ্বাস। সরকারের মহিলা ও শিশু বিষয়ক সকল উন্নয়ন কর্মকান্ডের প্রতিচ্ছবি এ ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতিফলিত হবে মর্মে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS